ডেটলাইন বাঁকুড়াঃ রাজ্যে আট দফার নির্বাচনে প্রথম দফার ভোট হচ্ছে বাঁকুড়াসহ জঙ্গলমহলে। তাই স্বাভাবিকভাবেই প্রচারে ঝড়ের গতি এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকে দুর্গাপুরকে হল্ট স্টেশন করে তিনি পুরুলিয়া ও বাঁকুড়ায় নির্বাচনী প্রচার করছেন। এদিন তিনি বাঁকুড়ায় তিন জায়গায় সভায় অংশ নেন। প্রথম সভা বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ এর সমর্থনে। পরের সভা ওন্দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ খাঁ এর সমর্থনে এবং শেষ সভাটি ছিল বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে। এখানে সায়ন্তিকার সমর্থনে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সায়ন্তিকার চোখ দিয়ে আমি বাঁকুড়াকে দেখব’। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন করে তিনি বলেন, ও ছোট মেয়ে, ভালো মেয়ে, বাঁকুড়ায় মাসে তিনবার করে আসবে,বাঁকুড়ায় ঘর নিয়েছে, আমিও নন্দীগ্রামে ঘর নিয়েছি। এরপরই তিনি স্লোগানের মতো বলেন, বাঁকুড়া থেকে নন্দীগ্রাম বিজেপি হবে খান খান মঞ্চ। তিনি আরো বলেন, উত্তর প্রদেশ, বিহার, দিল্লি থেকে বিজেপি পুলিশ নিয়ে এসেছে। ওদের দিয়ে ভোট করাবে। ওদের বিশ্বাস করবেন না। যদিও আমার ওদের প্রতি কোন রাগ নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি গভর্মেন্ট অফ ইন্ডিয়ার পোস্টার লাগিয়ে টাকা ডিসট্রিবিউশন করছে ওরা। এটা ওদের কাজ নয়। আমরা ইলেকশন কমিশনারের কাছে ডিমান্ড রাখবো, রাজ্য পুলিশ যদি ইলেকশন কমিশনের আন্ডারে থাকে, দিল্লির কেন্দ্রীয় পুলিশ তারা কেন ইলেকশন কমিশনের আন্ডারে থাকবে না। তারা বিজেপির হয়ে খেলবে, আর আমাদের পুলিশকে চমকাবে ভয় দেখাবে। আইন দু’রকম হয় না। একই সঙ্গে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানো নেতাদের ‘গদ্দার’ বলে ‘দুষ্টু গোরুর চেয়ে শূণ্য গোয়াল’ ভালো বলেও দাবি করেন।