ডেটলাইন পুরুলিয়াঃ এবারের বিধানসভা নির্বাচনে দল তাঁকে টিকিট দেয়নি বলে তৃণমূল ছেড়ে নির্দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়ে ভোটে লড়ছেন পুরুলিয়ার জয়পুর ব্লক যুব তৃণমূলের সভাপতি দিব্যজ্যোতি সিং দেও। এদিকে, তৃণমূল প্রার্থী উজ্জ্বল বাউরির প্রার্থীপদ বাতিল করেছে নির্বাচন কমিশন। এই অবস্থায় দলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিং দেও-কেই সমর্থন করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়ার কাশিপুরের নির্বাচনী সভায় মমতা বলেন, “জয়পুরে আমাদের প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিল। ছোট ভুলে বড় ভুল। এরকম এই প্রথম দেখলাম।” এরপরই তিনি দলের কর্মী ও সমর্থকদের বার্তা দেন, ‘ওখানে যে নির্দল প্রার্থী লড়ছেন, দিব্যজ্যোতি সিং দেও, ওকে আমরা সমর্থন দেব। আপনারা ওকে ভোটে জেতান। ও জিতলে তৃণমূলে যোগ দেবে।” উল্লেখ্য,পুরুলিয়ায় জনসভা করতে এসে এই একই কথা ঘোষণা করেছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন মমতাও ভাইপোকেই সমর্থন করলেন। প্রসঙ্গত,রাজ্যে প্রথম দফা ভোট শুরু হচ্চে ২৭ মার্চ। ওইদিন জঙ্গলমহলের চার জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সব কটি আসনে ভোট। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১০ তারিখ। কিন্তু ওইদিন স্ক্রুটিনিতে তৃণমূল প্রার্থী উজ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়ে যায়। মনোনয়ন পেশের দিনক্ষণ শেষ হয়ে যাওয়ায় সেখানে আর নতুন করে প্রার্থী দিতে পারেনি তৃণমূল। অগত্যা দলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকেই এখন সমর্থন জানাচ্ছে তৃণমূল।