সিভিক ভলানটিয়ার ও আশাকর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
987

ডেটলাইন কলকাতাঃ  সিভিক ভলানটিয়ার ও আশাকর্মীদের  বেতন বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে  বড় ভূমিকা পালন করেছিল সিভিক ভলানটিয়াররা। ভোট পর্ব শেষ হতেই তাঁদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বঙ্গবিভূষণ সম্মান প্রদান এর মঞ্চ থেকেই সিভিক ভলানটিয়ার  ও আশাকর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সিভিক ভলানটিয়ারদের বেতন ছিল সাড়ে পাঁচ হাজার টাকা। ১ অক্টোবর থেকে তা বাড়িয়ে করা হবে আট হাজার টাকা। তাছাড়া  বর্তমানে সিভিক ভলানটিয়ার হিসেবে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে হোম গার্ড ও পরে কনস্টেবল করে নেওয়ারও পদ্ধতি শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এছাড়া আশাকর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।  আশাকর্মীরা মাসে বেতন  পান  ২০০০ টাকা করে । এবার তাঁদের বেতন আরও হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। একই সিদ্ধান্ত আইসিডিএস কর্মীদের ক্ষেত্রে। বর্তমান বেতনের থেকে হাজার টাকা করে বেশি পাবেন তাঁরা। নতুন বেতন পদ্ধতি চালু হবে ১ অক্টোবর থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here