রক্তদান ও সামাজিক কাজের মধ্যে জন্মদিন পালন করলেন বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী

0
1055

ডেটলাইন দুর্গাপুরঃ নিজেকে তিনি একজন সমাজকর্মী হিসেবেই মনে করেন। আর তাই নিজের জন্মদিনটিও নানা সামাজিক কাজের মধ্যেই পালন করতে পছন্দ করেন দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী। বিগত কয়েক বছরের মতো আজ ৩ জানুয়ারি তাঁর জন্মদিনটিও সকাল থেকে একাধিক সামাজিক কাজের মধ্যেই পালন করলেন। দুর্গাপুরে রক্তদান আন্দোলনের অন্যতম প্রচারক ও সংগঠক চন্দ্রশেখর ব্যানার্জী আজ তাঁর ৪০ তম জন্মদিন উদযাপন করলেন বিধাননগরে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সহঃ সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ভলান্টারী ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের রাজ্য কাউন্সিল সদস্য রাজেশ পালিত পুষ্পস্তবক উপহার দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং রক্তদাতা ব্যাজ পড়িয়ে সম্মান জ্ঞাপন করেছেন। উপস্থিত ছিলেন ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু। এদিন সকালে চন্দ্রশেখরবাবুর সহকর্মীরা ছোট ছেলেমেয়েদের কেক উপহার দেন এবং দুঃস্থ পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী দান করেন। এছাড়াও এদিন ১০০ জন ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব গ্রহন করেন চন্দ্রশেখরবাবু। পরে দুর্গাপুরের বেশ কিছু বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার আবাসিকদের শীতবস্ত্র বিতরণ করেন। কেন এভাবে জন্মদিন পালন? এই প্রশ্নের উত্তরে চন্দ্রশেখরবাবু জানান, “আমরা সামাজিক কর্মী। আমাদের ব্যক্তিগতভাবে আনন্দের মধ্যে জন্মদিন পালন করা ঠিক নয় বলে মনে করি। সবাইকে নিয়ে সামাজিক স্বার্থে তাই দিনটি পালন করলাম”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here