শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে চন্দ্রশেখর, বিশ্বনাথকে নিয়ে ফেক নিউজ

0
596

ডেটলাইন নিউজ ডেস্কঃ দাদা যেখানে ভাইও সেখানেই। তাই শনিবার মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের মঞ্চে মেগা দলবদল পর্বে দাদা শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন দুর্গাপুরের তৃণমূল নেতা চন্দ্রশেখর ব্যানার্জীও। কদিন আগেই তিনি দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের সঙ্গে তাঁর সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষনা করেছেন এবং ৪ নং বরো চেয়ারম্যানের পদ ও জেলা তৃণমূলের সম্পাদকের পদ থেকেও ইস্তফা দিয়েছেন। এবার থেকে গেরুয়া শিবিরের হয়েই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। দলবদল করে তিনি জানিয়েছেন,আগেও তিনি মানুষের পাশে থেকে কাজ করেছেন, এখনও সেই কাজই করবেন। এদিকে,এক সময়ে যার ছত্রছায়ায় থেকেই চন্দ্রশেখরের রাজনৈতিক উত্থান সেই বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালও নাকি বিজেপিতে যোগ দিয়েছেন বলে প্রচার হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্বনাথ। এদিন তিনি এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেছেন,তাঁর বিরুদ্ধে কেউ বা কারা এটা চক্রান্ত করে প্রচার করেছে। তিনি কখনই বিজেপিতে যাওয়ার কথা বলেননি। এমনকি তিনি জোরের সঙ্গেই বলেছেন,তিনি বিজেপিতে যাবেন না। তিনি এপ্রসঙ্গে জানান,কলকাতায় তিনি দলের বৈঠকে কাজ করার অসুবিধা নিয়ে জানিয়েছেন। দলের নেতৃত্ব তাঁকে আশ্বস্ত করেছেন এবং দিদি তাঁকে নিজের কাজ করতে বলেছেন। তিনি সেটাই করছেন। তাঁর ভাবমূর্তী নষ্ট করার জন্য কোথাও যদি তাঁর বিজেপিতে যাওয়া নিয়ে কোন খবর প্রকাশ করা হয় তাহলে সেসব ফেক নিউজ বলেও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন,অবিলম্বে সেই ফেক নিউজ শুধরে নেওয়া উচিৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here