সিবিআই নিয়ে ট্যুইটে বিজেপিকে কটাক্ষ মমতার

0
924

ডেটলাইন কলকাতাঃ ডিরেক্টর পদ থেকে অলোক বর্মাকে অপসারিত করে প্রধানমন্ত্রীর দফতর। প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মা।  পাশাপাশি লড়াইয়ের মূল প্রতিদ্বন্দ্বী সিবিআইয়ের নম্বর টু স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা এবং অতিরিক্ত ডিরেক্টর এ কে শর্মাকেও অপসারিত করা হয়। অলোক বর্মার আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে। জানা যাচ্ছে, ২৬ অক্টোবর এই আবেদনের শুনানি হবে। এদিকে সিবিআইয়ের ডিরেক্টরের পদে অলোক বর্মার জায়গায় সাময়িকভাবে স্থলাভিষিক্ত হচ্ছেন সিবিআইয়ের জয়েন্ট-ডিরেক্টরে থাকা নাগেশ্বর রাও। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন,’স্বাধীন সংস্থা সিভিসি’র মাধ্যমে গোটা ঘটনার তদন্ত করা হবে। দোষ প্রমাণিত হলে শাস্তি হবেই।‘ এদিন এবিষয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ট্যুইট বার্তায় সিবিআইয়ের গৃহযুদ্ধের বিষয়ে তিনি সিবিআইকে কড়া ভাষায় আক্রমণ করেন। ট্যুইটার পেজে একযোগে বিজেপি ও সিবিআইকে আক্রমণ করে তিনি লেখেন, ‘‘সিবিআই এখন বিবিআই (বিজেপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন) হয়ে গিয়েছে। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।’মমতা ছাড়াও অন্য বিরোধী দলগুলিও এনিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here