নয়া পরিবহন বিলের প্রতিবাদে বাস ধর্মঘটে বিপাকে যাত্রীরা

0
899

ডেটলাইন দুর্গাপুরঃ কেন্দ্রীয় সরকারের পরিবহন সংক্রান্ত নয়া বিলের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনসহ বাম ও ইনটাকের কয়েকটি সংগঠনের ডাকে দেশ জুড়ে বাস ধর্মঘটের প্রভাব পড়ল দুর্গাপুরেও। সপ্তাহের দ্বিতীয় দিন সকালে রাস্তায় বের হতেই পড়ুয়া থেকে অফিসযাত্রীরা জানতে পারেন বাস চলছে না। হঠাৎ এই ধর্মঘটের জেরে বাস না পেয়ে অনেক ছাত্রছাত্রী,শিক্ষক থেকে অফিসযাত্রীদের অনেকেই বাড়ি ফিরে যান। আর যারা গন্তব্যে যেতে চাইলেন তাদের বেশীরভাগকেই অতিরিক্ত ভাড়া গুনতে হল অটো ও টোটোতে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের নেতা নুরুল ইসলাম এই ধর্মঘট প্রসঙ্গে বলেন,রোড সেফটি বিলের নামে কেন্দ্রীয় সরকার পরিবহন শ্রমিকদের সর্বনাশ করতে চলেছে। প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে এসেছে এই সংগঠনসহ আরও একাধিক সংগঠন। মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের মাধ্যমে এই বিল বাতিল করার জন্য কেন্দ্রীয় সরকারকে একটা বার্তা দেওয়া হল। বিল বাতিল না হলে দেশের পরিবহন ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য,মোটর ভেহিকেলস সংশোধনী বিল ২০১৭ ইতিমধ্যেই লোকসভায় পাস হয়েছে। এবার এই বিল রাজ্যসভায় পাস হলেই সেটি আইনে পরিনত হবে। কি রয়েছে এই বিলে? দুর্ঘটনা এড়াতে বাসচালকদের জন্য যে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার সেখানে বলা হয়েছে, বেসরকারি বাসচালকদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। চালকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম আড়াই লাখ টাকা রাখতে হবে। এছাড়াও বাস দুর্ঘটনায় পড়লে চালকদের ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এমনকি ভয়াবহ দুর্ঘটনা হলে চালকের সাতবছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বাসচালকরা জানান,সবাই মাধ্যমিক পাশ নাও হতে পারেন। তাছাড়া সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা থাকতে নাও পারে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে। এই বিল আইনে পরিণত হলে তাদের জীবনে অন্ধকার নেমে আসবে বলেও বাস চালকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here