ডেটলাইন কলকাতাঃ ‘বুলবুল’ মোকাবিলায় রাজ্য সরকার সব রকমের সাবধানতা অবলম্বন করেছে। নবান্নে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০। ফোন নম্বর (০৩৩) ২২১৪ ৩৫২৬। আজ ও আগামীকাল দুদিনই বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। দিঘা,মন্দারমণি, শঙ্করপুর, বকখালি এবং সাগরদ্বীপে সমুদ্রে নামা নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করে দেওয়া হয়েছে। বিপর্যয় মোকবিলা দপ্তর থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে ত্রাণ ও নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বুলবুলের গতিপথের ওপর নজর রাখার জন্য দপ্তরের আধিকারিকরা আবহাওয়া দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যেভাবে শক্তি বাড়িয়ে এ রাজ্যের দিকে এগোচ্ছে তাতে মধ্যরাতের আগেই আছড়ে পড়তে পারে বুলবুল। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিসহ কয়েকটি জেলায়।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...