বুলবুল আতঙ্কে স্কুলে ছুটি ঘোষণা

0
1075

ডেটলাইন কলকাতাঃ ফণির পর এবার আরও এক ঘূর্ণী ঝড় – বুলবুল। শীতের আমেজের মধ্যেই প্রাকৃতিক এই দুর্যোগ নিয়ে একদিকে বিরক্তি ও একই সঙ্গে উদ্বেগের শিকার বঙ্গজীবন। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ বিকেলের পর তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এভাবেই ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এর জেরে ঝোড়ো বাতাস বইবে, সঙ্গে বৃষ্টি। এ রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বেশি বৃষ্টিপাত হবে। শনিবার দুই ২৪ পরগনার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মূলতঃ সেকথা ভেবেই আগামীকাল এই ঘূর্ণিঝড় এর আতঙ্কে রাজ্যের সাত জেলায় সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার কলকাতা, হাওড়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর জেলার স্কুলগুলিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here