ডেটলাইন কলকাতাঃ ফণির পর এবার আরও এক ঘূর্ণী ঝড় – বুলবুল। শীতের আমেজের মধ্যেই প্রাকৃতিক এই দুর্যোগ নিয়ে একদিকে বিরক্তি ও একই সঙ্গে উদ্বেগের শিকার বঙ্গজীবন। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ বিকেলের পর তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এভাবেই ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এর জেরে ঝোড়ো বাতাস বইবে, সঙ্গে বৃষ্টি। এ রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বেশি বৃষ্টিপাত হবে। শনিবার দুই ২৪ পরগনার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মূলতঃ সেকথা ভেবেই আগামীকাল এই ঘূর্ণিঝড় এর আতঙ্কে রাজ্যের সাত জেলায় সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার কলকাতা, হাওড়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর জেলার স্কুলগুলিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...