ডেটলাইন কলকাতাঃ ২০১৫ সালে বামেদের শেষ ব্রিগেড সমাবেশে তিনি ছিলেন প্রধান বক্তা। আর তিন বছর পর সেই বুদ্ধদেব ভট্টাচার্য শেষ পর্যন্ত ব্রিগেডে এলেও মঞ্চে উঠতে পারলেন না। অসুস্থতার কারনে মঞ্চের নিচে গাড়িতেই কিছুক্ষন থেকে বাড়ি ফিরে গেলেন। রবিবারের ব্রিগেডে এটাই সিপিএমের এক বড় পাওয়া বলে মনে করছেন দলের নেতারা। গত ১৯ জানুয়ারী মমতা বন্দ্যোপাধ্যায় সব বিরোধী দলগুলিকে নিয়ে ব্রিগেডে সভা করার এক পক্ষকালের মাথায় বামেদের এই সভায় অন্যতম বক্তা কানহাইয়া কুমারের আসার কথা থাকলেও তিনিও শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। সামনেই লোকসভার নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই সব রাজনৈতিক দলগুলিই এই মূহুর্তে ব্যস্ত তাদের সংগঠন নিয়ে। বাংলায় ৩৪ বছরের শাসন চালানো বামফ্রন্ট ক্ষমতা হারিয়ে এখন অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছে। আর সেই লক্ষ্যেই আজ ব্রিগেড সমাবেশ ডেকেছিল তারা। ব্রিগেডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন সীতারাম ইয়েচুরি৷ বাম ব্রিগেডে জনসমুদ্র হয়েছে দাবি করে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘পুরো দেশের বিশ্বাস হয়ে গিয়েছে, বিজেপিকে হঠাতে হবে৷ এটাই আমাদের সংকল্প।’প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘দিল্লি থেকে মোদিকে ক্ষমতাচ্যুত করবে বাংলার জনগণ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথেই সীতারাম, মোদিকে কটাক্ষ করে বলেন, ‘স্বপ্ন দেখানো চৌকিদারের কাজ নয়৷ দেশকে লুঠছে এমন চৌকিদার চাই না৷ জিএসটি–নোট বাতিলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের জনগণ৷ নোট বাতিল, জিএসটির জেরে অনেকের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে৷ বেকারত্ব বেড়েছে৷ মোদির আমলে ৪৫ বছরের রেকর্ড বেকারত্ব৷ দেশের সম্পত্তি নিজের স্বার্থে বেচে দিচ্ছে বিজেপি৷ ৫ বছর শুধু দেশকে লুঠেছে ওরা৷ লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হবে নিজেদের অধিকার।’ সীতারাম ইয়েচুরি ছাড়াও বাকি নেতারাও একদিকে বিজেপি আর অন্যদিকে তৃণমূলকে উৎখাতের ডাক দেন। তবে নজর কাড়লেন প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। ব্রিগেড থেকে প্রথম আদিবাসী মহিলা নেত্রী হিসেবে ভাষণ দিয়ে নজির গড়লেন দেবলীনা হেমব্রম। তিনি বাঁকুড়ার রানিবাঁধের প্রাক্তন এই বিধায়ক।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














