ডেটলাইন দুর্গাপুরঃ গ্রীষ্মকালীন সময়ে ব্লাড সেন্টারে রক্তের ভান্ডার পূর্ণ রাখার লক্ষ্যে আজ শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ কোকওভেন থানার উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ডিপিএল শ্রেয়সী হলে। এই শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৪১ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। রক্ত সংগ্রহ করেছে। কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত প্রামানিকের নেতৃত্বে এই শিবিরটি সুচারুভাবেই পরিচালিত হয়েছে। এখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর ( বুদবুদ) নন্দন মণ্ডল, কোকওভেন থানার সাবইন্সপেক্টর মিলন ভুঁই, সাবইন্সপেক্টর অস্বনি মণ্ডল, সাবইন্সপেক্টর রাজা বিশ্বাস, সমাজসেবী উদয় চ্যাটার্জী, বিশিষ্ট আইনজীবী আয়ুব আনসারী, সামাজিক ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়ার সম্পাদক সৌরভ আইচ প্রমূখ। এই শিবিরে সকল রক্তদাতাকে শুভেচ্ছা জানিয়েছেন কোকওভেন থানার আধিকারিক সুদীপ্ত প্রামানিক। শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন যথাক্রমে দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ প্রিয়া হাজরা এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত।
