দুর্গাপুরের রক্তদাতা আন্দোলনের পথিকৃৎ ডা.মিহির নন্দির স্মৃতিতে রক্তদান শিবির

0
622

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরে স্বেচ্ছা রক্তদানের প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দীর্ঘদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের দায়িত্ব পালন করার পাশাপাশি স্বেচ্ছা রক্তদান নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে অনেকটাই সময় দিতেন। মূলতঃ তারই প্রচেষ্টার গড়ে উঠেছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। তিনিই ছিলেন এই ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক। বুধবার ছিল সেই বিশিষ্ট সমাজসেবী প্রয়াত ডাঃ মিহির কুমার নন্দী’র জন্ম ও মৃত্যুদিন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। এখানে এখান৫ জন মহিলা সহ মোট ২৩ জন রক্তদান করেন। শিবির শুরুর আগে ডাঃ মিহির কুমার নন্দী’র প্রতিকৃতিতে মাল্যদান এবং স্মৃতিচারণা করা হয়। ডাঃ মিহির কুমার নন্দী’র স্ত্রী ডাঃ ছবি নন্দী ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা হাসপাতালের বর্তমান সুপার ডাঃ ধীমান চন্দ্র মন্ডল, ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু,বিশিষ্ট চিকিৎসক ডাঃ শর্মিষ্ঠা দাস, আইনজীবী আয়ূব আনসারী, শিক্ষাবিদ সোমনাথ রায়, ক্রীড়া সংগঠক স্বস্তিকা ব্যানার্জি, সমাজসেবী সুলতা দাস, আমাদের পরিবহন সংস্থার সম্পাদক সুব্রত সিংহ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। শিবির উদ্বোধন করেন রক্তদান সংগঠনের রাজ্য সম্পাদক এবং ডাঃ নন্দীর ভাব শিষ্য কবি ঘোষ ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত। রক্তদাতাদের ডাঃ নন্দীর ছবি ও নামাঙ্কিত মেডেল ও চারাগাছ প্রদান করা হয়। এদিন দেবশালা আপনজন ক্লাবের উদ্যোগে সমাজসেবী প্রয়াত চঞ্চল বক্সীর স্মৃতিতে অন্য একটি রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here