দুর্গাপুর জিআরপির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির

0
458

ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত উৎসর্গ কর্মসূচীকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার পুলিশকর্মীরাও স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এসেছেন। ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন একাধিক থানা ও ফাঁড়ির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখনও এই কর্মসূচী চলছে। এবার জেনারেল রেলওয়ে পুলিশ তথা জিআরপির উদ্যোগে সোমবার দুর্গাপুর রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আয়োজন করা হয়েছিল একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের। দুর্গাপুর জিআরপির ওসি তাপস বিশ্বাস ও তার সহকর্মীদের পরিচালনায় এই স্বেচ্ছা রক্তদান শিবিরে মোট ২১ জন রক্তদান করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্ডাল জিআরপি ওসি সুজন ঘোষ,আইআরপি(অন্ডাল সার্কেল) আশীষ সিনহা,হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়ার স্থানীয় শাখার সম্পাদক সৌরভ আইচ সহ অন্যান্য বিশিষ্ট অতিথি। এই অনুষ্ঠানে রাজ্য স্তরের ক্রীড়াবিদ হিমাদ্রী বারুইকে সংবর্ধনা জানান দুর্গাপুর জিআরপির ওসি তাপস বিশ্বাস এবং তাঁকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তাপসবাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here