ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত উৎসর্গ কর্মসূচীকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার পুলিশকর্মীরাও স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এসেছেন। ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন একাধিক থানা ও ফাঁড়ির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখনও এই কর্মসূচী চলছে। এবার জেনারেল রেলওয়ে পুলিশ তথা জিআরপির উদ্যোগে সোমবার দুর্গাপুর রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আয়োজন করা হয়েছিল একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের। দুর্গাপুর জিআরপির ওসি তাপস বিশ্বাস ও তার সহকর্মীদের পরিচালনায় এই স্বেচ্ছা রক্তদান শিবিরে মোট ২১ জন রক্তদান করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্ডাল জিআরপি ওসি সুজন ঘোষ,আইআরপি(অন্ডাল সার্কেল) আশীষ সিনহা,হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়ার স্থানীয় শাখার সম্পাদক সৌরভ আইচ সহ অন্যান্য বিশিষ্ট অতিথি। এই অনুষ্ঠানে রাজ্য স্তরের ক্রীড়াবিদ হিমাদ্রী বারুইকে সংবর্ধনা জানান দুর্গাপুর জিআরপির ওসি তাপস বিশ্বাস এবং তাঁকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তাপসবাবু।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...