রক্তদাতাদের ফলের গাছ উপহার

0
816

ডেটলাইন দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য ….একটু সহানুভূতি কি সে পেতে পারে না..। বিখ্যাত এই গানের মধ্যেই প্রকাশিত হয়েছে মানবিকতার আহ্বান। তাই ধর্ম নিয়ে বিভাজন নয়, বরং মানুষকে বাঁচানোর জন্য তাদের পাশে থাকার বার্তা নিয়েই এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিল বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই- এর খাঁন্দরা অঞ্চল কমিটির সদস্যরা। মানবিকতাকে সামনে রেখে সংগঠনের ছাত্র- যুবরা রক্তদান করলেন অন্ডাল ব্লকের খাঁন্দরায় ১২ তম বর্ষ সোমনাথ সরকার স্মৃতি রক্তদান শিবিরে।

শিবিরে ৩ জন যুবতী সহ মোট ৩৫ জন যুব রক্তদান করেছেন। শিবিরটিকে সফল করে তুলতে সহযোগিতা করে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম। রক্ত সংগ্রহ করেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের স্বাস্থ্যকর্মীরা। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক ইনচার্য ডাঃ করবী কুন্ডু ও ব্লাড ডোনার্স ফোরামের  সম্পাদক কবি ঘোষ সকল রক্তদাতা ও আয়োজক সংগঠনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এখানে উল্লেখ্য, প্রত্যেক রক্তদাতাকে একটি করে ফলের গাছ উপহার দিয়েছেন উদ্যোক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here