ডেট লাইন দুর্গাপুর: দ্বিতীয় দফায় করোনা মারাত্মক আকার ধারণ করায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আয়োজন করা বেশ কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় ব্লাড ব্যাংক গুলিতে কিছুটা হলেও রক্তের সরবরাহ চালু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। বৃহস্পতিবার এই কর্মসূচিতে মানবিক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে ৩০ জন রক্তদান করেন বলে জানিয়েছেন ফোরামের সহকারী সাধারণ সম্পাদক রাজেশ পালিত। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড. ইন্দ্রজিৎ মাজি,দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান কুমার মন্ডল, কোক ওভেন থানার ওসি সৌমেন্দ্র নাথ সিংহ ঠাকুর, ট্রাফিক ওসি মুচি পাড়া প্রসেনজিৎ বসাক, মাইনস ম্যানেজার প্রবীর বন্দ্যোপাধ্যায়,২৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর দীপঙ্কর লাহা প্রমুখ। উদ্যোক্তাদের পক্ষে রক্তদাতাদের শুভেচ্ছা জানান আশীষ কেশ ও নিশীথ বরণ দাস।