স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস পালিত

0
647

ডেটলাইন দুর্গাপুরঃ আন্তর্জাতিক যুব দিবস-এর এ বছরের বিষয় হচ্ছে – ‘বৈশ্বিক কর্মে যুবশক্তি’। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও উদযাপিত হচ্ছে দিবসটি। তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’  হিসেবে উদ্‌যাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে। এই উপলক্ষ্যে করোনা আবহের কথা মাথায় রেখেই স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জায়গায় কর্মসূচী পালন করতে দেখা গেল। এদিন কাঁকসা বনকাঠি গ্রাম পঞ্চায়েতের ডাঙাল গ্রামে সিপিএমের যুব সংগঠন ও কাঁকসা ২ নং অঞ্চল কমিটির আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির।কর্মসূচি শুরুর আগে শহীদ ক্ষুদিরাম বসু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মবলিদান স্মরণ করা হয়। এখানে ২৩ জন রক্তদান করেছেন। শিবির পরিচালনায় সাহায্য করেছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক। শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আবীর ব্যানার্জি, FBDOI-WB এর রাজ্য সম্পাদক কবি ঘোষ, ডিওয়াইএইআইয়ের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদিকা অনামিকা সরকার,লেখক শিল্পী সংঘের জেলা সভাপতি আশীষ ভট্টাচার্য,গণতান্ত্রিক আন্দোলনের  নেতা ভৈরব টুডু প্রমূখ। শিবির শেষে আয়োজক ডিওয়াইএইআইয়ের সংগঠনের কৃষ্ণগোপাল মন্ডল ও বৃন্দাবন দাসের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন ডাঃ আবীর ব্যানার্জি ও রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক রাজেশ পালিত ও কবি ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here