কলকাতায় এসেই নির্বাচনী বৈঠকে অমিত শাহ

0
1014

ডেটলাইন কলকাতাঃ দুদিনের বঙ্গ সফরে এলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পরে তাঁর উড়ান কলকাতা বিমানবন্দরে নামে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়,বাবুল সুপ্রিয়সহ রাজ্য বিজেপির শীর্ষ প্রায় সব নেতারাই  কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে আসেন পোর্ট গেস্ট হাউসে। সেখানে মধ্যাহ্নভোজের পরেই শুরু হয় তাঁর বঙ্গ সফরের প্রথম বৈঠক। বলা বআহুল্য,রাজ্য বিজেপি-র ইলেকশন ম্যানেজমেন্ট টিমকে নিয়েই প্রথম বৈঠকটি করলেন দলের সর্বভারতীয় সভাপতি। দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, রাহুল সিংহ, মুকুল রায়-সহ সব শীর্ষনেতা উপস্থিত ছিলেন এই বৈঠকে। আসন্ন ২০১৯-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই যে এই প্রস্তুতি নেওয়া সেকথা আর বলার অপেক্ষা রাখে না। আগামীকাল অমিত শাহ তারাপীঠে পুজো দেওয়ার পরই যাবেন পুরুলিয়া জেলায়। বিজেপি সূত্রে জানা গেছে, তাঁর কর্মসূচীর কোন পরিবর্তন হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here