ডেটলাইন দুর্গাপুরঃ অবশেষে জল্পনার অবসান। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের টিকিট পেলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে গত নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী বিশ্বনাথ পাড়িয়াল। এই কেন্দ্রে তৃণমূলের একাধিক নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দেখা গেল বিশ্বনাথের উপরই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুর্গাপুর পূর্ব কেন্দ্রে আরও একবার প্রার্থী করা হল গত নির্বাচনে বামপ্রার্থী সন্তোষ দেবরায়ের কাছে পরাজিত হওয়া মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে। পশ্চিম বর্ধমান জেলার মোট ৯টি আসনে তৃণমূলের প্রার্থীরা হলেনঃ
পান্ডবেশ্বর – নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পূর্ব- প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম- বিশ্বনাথ পাড়িয়াল, রানীগঞ্জ- তাপস বন্দ্যোপাধ্যায়, জামুরিয়া- হরেরাম সিং, আসানসোল দক্ষিণ- সায়নী ঘোষ, আসানসোল উত্তর- মলয় ঘটক, কুলটি- উজ্জ্বল চ্যাটার্জী, বারাবনি- বিধান উপাধ্যায়।