ভিড়িঙ্গী কালী মন্দিরে বাৎসরিক উৎসব

0
1769

ডেটলাইন দুর্গাপুরঃ শুধু ধর্মীয় স্থানই নয়,  দুর্গাপুরের এক অন্যতম দর্শনীয় স্থান হিসেবেও খ্যাতি রয়েছে ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের। প্রতি বছরই অগ্রহায়ণ মাসের মহানিশায় ভিড়িঙ্গী কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবসে পুরাতন মা কালীর মৃন্ময়ী মূর্তির বিসর্জন হয় মন্দিরের পাশের কুমোর বাঁধে। আর নতুন মৃন্ময়ী মায়ের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

এই উপলক্ষে সারা রাত ধরে হোম যজ্ঞ পুজো অর্চনা সহ রাতভর ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানও চলে। পুজোর পর ভোর রাতে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। ১৬৮ বছর ধরে একই ভাবে মন্দিরে হয়ে আসছে এই বাৎসরিক মহোৎসব। উৎসবকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত সমাগম হয়। এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি। উৎসব নির্বিঘ্নে করার জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সব রকম নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here