ডেটলাইন কলকাতাঃ প্রত্যাশাকে বাস্তবে রুপ দিল বাংলার ক্রিকেট দল। ঐতিহাসিক ইডেনে রঞ্জি ট্রফির সেমি ফাইনালে শক্তিশালী কর্নাটককে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর আবার ফাইনালে উঠল মনোজ তেওয়ারী, অনুষ্টুপ,ইশান পোড়েলের বাংলা দল। বাংলা শেষবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছিল ২০০৬-০৭ মরশুমে। কিন্তু সেবার ফাইনালে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল। কিন্তু আর যাতে স্বপ্নভঙ্গ না হয় তার জন্য মরিয়া হয়ে উঠেছে অরুণলালের কোচিংয়ে গড়ে ওঠা এই বাংলা দল। এদিনইডেনে রঞ্জির সেমি ফাইনালে কর্নাটককে ১৭৪ রানে হারাল বাংলা। প্রসঙ্গত, বাংলা দল শেষবার রঞ্জি ট্রফি জিতেছিল ৩০ বছর আগে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি করার একটা দুর্দান্ত সুযোগ চলে এল এবার।
এক নজরে খেলার ফলাফলঃ
বাংলাঃ ৩১২ ও ১৬১( সুদীপ চট্টোপাধ্যায়-৪৫,অনুষ্টুপ মজুমদার-৪১, বোলিং- মিঠুন ৪-২৩)
কর্ণাটকঃ ১২২ ও ১৭৭( পাড়িক্কল-৬২, মুকেশ কুমার ৬-৬১)
বাংলা ১৭৪ রানে বিজয়ী।