প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার শফি

0
979

ডেটলাইন কলকাতাঃ প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ও উলুবেড়িয়ার বিধায়ক হায়দার আজিজ শফি(৮০)। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার শফি এক সময় প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্বেও ছিলেন। পরবর্তী সময়ে তিনি পশ্চিমবঙ্গ সরকারের ডিজি ফায়ার পদে আসীন ছিলেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে  উলুবেড়িয়া পূর্ব  বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন এবং সমবায় দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৬  সালে পুনরায় নির্বাচিত হয়ে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার পদে আসীন ছিলেন। কর্মজীবনে একাধিক গুরু দায়িত্ব সামলেছেন প্রেসিডেন্ট পুলিশ মেডেলের জন্য নির্বাচিত এই আইপিএস অফিসার।   তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার এসপি পদে ছিলেন। এছাড়াও ডেপুটি কমিশনার অফ ডিপার্টমেন্ট কলকাতা পুলিশ দায়িত্ব সামলেছেন। কারা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্বও  সামলেছেন তিনি। হায়দার আজিজ সফির প্রয়াণে ট্যুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অনেক নেতাও শোকপ্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here