ডেটলাইন কলকাতাঃ নতুন বিল সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাস্তায় নেমেও সিএএ-র বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছেন। তবে এই আইনের বিরুদ্ধে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশ করা হয়নি। অবশেষে আজ পশ্চিমবঙ্গ বিধানসভাতেও পাশ করা হল সিএএ বাতিলের প্রস্তাব। কেরল, পাঞ্জাব, রাজস্থানের পর দেশের চতুর্থ রাজ্য হিসেবে এ রাজ্যের বিধানসভায় পাশ হল সিএএ বাতিলের প্রস্তাব। প্রসঙ্গত অনেক আগেই বাম-কংগ্রেস সিএএ বিরোধী প্রস্তাব আনার কথা বলেছিল। কিন্তু তাদের সেই প্রস্তাব খারিজ করে দেন মুখ্যমন্ত্রী। এদিনও তাঁদের তরফে কিছু সংশোধনী আনা হয়েছিল। তা নিয়ে অবশ্য ভোটাভুটি হয়নি। বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাব পেশের পরই বিরোধিতা শুরু করেন বিজেপি বিধায়করা। তাতে কোন অসুবিধা হয়নি। পরে ভোটাভুটি ছাড়াই বিধানসভায় প্রস্তাবটি পাশ হয়ে যায়। সমর্থন করেন বাম ও কংগ্রেস বিধায়করাও।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...