খুলে গেল বল্লভপুর অভয়ারণ্য,লকডাউনের একঘেয়েমি কাটাতে এবার ঘুরে আসতে পারেন

0
1501

ডেটলাইন বোলপুরঃ করোনা ভাইরাসের জেরে দীর্ঘ লকডাউনের একঘেয়েমিতা কাটিয়ে উঠতে এবার অনেকটা সক্রিয় হয়ে উঠেছে মানুষ। কর্মস্থলে যেমন যাওয়া আসা শুরু হয়েছে তেমনই মানুষ মন ভালো করতে কাছেপিঠের পর্যটন কেন্দ্রগুলিতে বেড়াতে চাইছেন। কিন্তু এখনও বেশিরভাগ পর্যটন কেন্দ্রই বন্ধ হয়ে আছে। তবে ধীরে ধীরে অনেক পর্যটন কেন্দ্র খুলতে শুরু করেছে। যেমন আজ থেকে খুলে গেল দক্ষিণবঙ্গের অন্যতম এক বেড়ানোর জায়গা বীরভূমের বল্লভপুর অভয়ারণ্য। শান্তিনিকেতন থেকে কাছে এই অভয়ারণ্যে শুধু বীরভূমই না আশপাশের জেলাগুলি থেকেও প্রতিদিন প্রচুর পর্যটক আসেন। বন দফতরের এক সূত্রে জানা গেছে,গত ২০১৯- ২০২০ আর্থিক বর্ষে এই বল্লভপুর অভয়ারণ্যে আগত পর্যটকদের জন্য প্রায় ৩০লক্ষ টাকা আয় হয়েছিল। কিন্তু তারপরই করোনা থাবায় সবকিছুর মতো এই অভয়ারণ্যও বন্ধ হয়ে যায়। ফলে বনদপ্তরের  ভাঁড়ার এখন শূন্য। সেই কারনেই প্রশাসনিক পর্যায়ে আলোচনার পর সরকারের স্বাস্থ্যবিধি মেনে অবশেষে আজ থেকেই খুলে দেওয়া হল বল্লভপুর অভয়ারণ্য। পার্ক খুলে যাওয়ায় এবার ফের আয় শুরু হবে বলে আশা বনদপ্তরের। একই সঙ্গে এখানকার ব্যবসায়ীরাও খুশি। বহু পর্যটক শান্তিনিকেতনে বেড়াতে আসার সঙ্গে এখানকার আরও কিছু দ্রষ্টব্য স্থানও দেখতে চান। কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পাশাপাশি আরও কিছু পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় এই এলাকার টোটো চালকরাও রোজগারহীন ছিলেন। এবার তাদেরও আশা এবার টোটো চলাচল করবে। পর্যটকদের  একটা বড় অংশ শান্তিনিকেতনে এসে  বিভিন্ন জায়গায় টোটোয় চেপে ঘুরে বেড়ান। লকডাউনে সেই টোটোচালকদেরও সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু, এবার ধীরে-ধীরে ছন্দে  ফিরছে শান্তিনিকেতন। বিশ্বভারতী না খুললেও  পর্যটকদের জন্য খুলে দেওয়া এই ডিয়ার পার্ক। বল্লভপুর অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ হল চিতল হরিণ। লকডাউনের আগে প্রায়  ৩৫০টি  হরিণ ছিল। এখানে হরিণদের প্রজনন ও সংরক্ষনের ব্যবস্থা থাকায় এখন হরিণের সংখ্যা আরও বেড়েছে বলে জানা গেছে। হরিণ ছাড়াও এখানে আছে বেশ কিছু পাখি,অন্যান্য জন্তু এবং পরশমণি,শিশু,আকাশমণির মতো গাছ। সব মিলিয়ে এখানকার মনোরম পরিবেশ বেড়ানোর জন্য এক আদর্শ জায়গা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here