রাষ্ট্রীয় স্মৃতিস্থলে অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন

0
903

ডেটলাইন ডেস্কঃ গতকাল বিকেল ৫টা ৫মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় রাজনীতির ইতিহাসে বর্ণময় এক ব্যক্তি তথা প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী(৯৩)। ঠিক ২৪ ঘন্টার ব্যবধানে আজ বিকেল ৫টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির শেষকৃত্য সম্পন্ন হল দিল্লির স্মৃতিস্থলে। মুখাগ্নি করেন তাঁর মেয়ে নমিতা ভট্টাচার্য । স্মৃতিস্থলে অটলবিহারী বাজপেয়ীকে শেষশ্রদ্ধা জানান দেশের তিন বাহিনীর প্রধানসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি,মন্ত্রীসভার সদস্যরা,বিরোধী দলের বহু নেতা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এদিন প্রায় সারাদিনই গোটা দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নজর ছিল নয়াদিল্লিতে। সেখানেই রাষ্ট্রীয় স্মৃতিস্থলে পঞ্চভূতে বিলীন হলেন অটল। শেষ যাত্রার শুরু থেকেই পুরভাগে হাঁটছিলেন মোদি-অমিত শাহরা। ছিলেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সাক্ষী, দীর্ঘদিনের বন্ধু লালকৃষ্ণ আডবানী। শুধু এদেশের নয় বিদেশ থেকেও এসেছিলেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ। ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়া ওয়াংচুক, ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী, পাকিস্তানের ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সৈয়দ আলি জাফর। আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। আর ছিলেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ ভক্ত। রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শেষকৃত্যের আগে একে একে তাঁকে শ্রদ্ধা জানান তিন সেনার প্রধান। শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী, স্পিকার সুমিত্রা মহাজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শেষকৃত্যের আগে এক সারিতে বসেছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, লালকৃষ্ণ আডবানী, বেঙ্কাইয়া নায়ডু, মনমোহন সিং, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। শেষ কবে ভারতীয় রাজনীতিতে শাসক-বিরোধীর এই অদ্ভুত মেলবন্ধন দেখা গিয়েছিল অনেকেই মনে করতে পারছেন না। শেষ হয়ে গেল ভারতীয় রাজনীতির এক স্মরণীয় অধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here