১০ লক্ষ টাকার গাঁজাসহ ৪ দুস্কৃতিকে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ

0
260

ডেটলাইন দুর্গাপুরঃ নাকা চেকিংয়েই ধরা পড়ে গেল গাঁজা পাচারের একটি বড়সর চক্র। বিপুল পরিমান গাঁজা সহ গ্রেফতার করা হল চার দুস্কৃতিকে। ঘটনা বুধবার সন্ধ্যায় কোক ওভেন থানার রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুক এলাকার। যাদের ধরা হয়েছে সেই ধৃতরা হল দুর্গাপুরের রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল, মুর্শিদাবাদের রাণীনগরের আনারুল ইসলাম, দিলদার মন্ডল ও আব্দুল খালেক শেখ। এদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় একটি সাদা রংয়ের চার চাকার গাড়ি দুর্গাপুরের গ্যামন ব্রিজের দিক থেকে রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ওই রাস্তার মাঝেই নাকা চেকিং শুরু করে। আর তাতেই আটক হয় সাদা রঙের গাড়িটি। গাড়িতে চালকসহ চারজন ছিল। পুলিশকর্মীরা ডিকি খুলতেই দেখেন তিনটি টলি ব্যাগ আর তিনটি কালো ব্যাগ। এই ব্যাগগুলির ভেতর ছিল বিপুল পরিমাণ গাঁজা। বাজেয়াপ্ত করা গাঁজার পরিমান প্রায় ৭৫ কেজি গাঁজা। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। জানা গেছে, মুর্শিদাবাদের রাণীনগরের তিনজন এগুলি উড়িষ্যার বারপল্লী থেকে ট্রেনে চাপিয়ে ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশনে এসেছিল। তারপর সেখান থেকে বেনাচিতির রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল চার চাকার গাড়ি নিয়ে আসে এবং সেই গাঁজা কিনে চার চাকার গাড়িতে করে চারজনে মিলেই রাতুড়িয়া অঙ্গদপুরের রাস্তা ধরে ওয়ারিয়ার দিকে যাচ্ছিল। সেখানেই পাচারের কথা ছিল। তার আগেই তারা ধরা পড়ে যায়। এই পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা আছে তা তদন্ত করে দেখা হবে বলে জানান কোক ওভেন পুলিশ আধিকারিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here