ডেট লাইন দুর্গাপুর: বলা যায় অন্ডাল থানার শাপ মুক্তি ঘটল। প্রায় ৮৬ বছর আগে ব্রিটিশ আমলে অন্ডালের উত্তর বাজার এলাকার শকরা গ্রামে একটি থানা গড়ে তোলা হয়েছিল। জাতীয় সড়ক থেকে অনেকটা ভিতরে বাজার এলাকার ভিড় আর সংকীর্ণ রাস্তা দিয়ে ঘটনা স্থলে গাড়ি নিয়ে পৌঁছাতে অনেকটা সময় লেগে যেত পুলিশের। আবার সাধারন মানুষের পক্ষেও চট জলদি থানায় যাওয়া ছিল বেশ ঝক্কির। তাই অনেকদিন থেকেই এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চলছিল। অবশেষে আজ জাতীয় সড়কের ধারে কাজোরা মোড় এলাকায় অন্ডাল থানার নতুন ভবনের উদ্বোধন হওয়ায় খুশি পুলিশকর্মী থেকে সাধারন মানুষও। অন্ডাল থানার ওসি পার্থ ঘোষ বললেন, এবার তাদের কাজে অনেকটা সুবিধা হল। এদিন নতুন থানা ভবনের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক,আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন,আসানসোল ও দুর্গাপুরের মেয়র যথাক্রমে জীতেন্দ্র তেওয়ারি ও দিলীপ অগস্থি এবং পুলিশ বিভাগের অন্যান্য আধিকারিকরা। নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এদিন অন্ডাল থানার উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল।
এখানে পুলিশ ও সিভিক কর্মী মিলিয়ে মোট ৪১ জন রক্ত দান করেন। এছাড়াও এদিন বৃক্ষ রোপণ কর্মসূচিও পালন করা হয়। ডিজি বীরেন্দ্র কুমার জানান,বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ অনেক দায়িত্ব নিয়ে ভালো কাজ করছে। এখানে নতুন ভবন হাওয়ায় অন্ডাল পুলিশ আরও বেশি করে জনগণের সেবা করতে পারবে। তিনি আরো জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পুলিশ আরও গতিশীল হচ্ছে। তিনি বলেন, প্রয়োজন মতো সারা রাজ্যেই পুরোনো থানার সংস্কার ও নতুন থানা ভবনের বিষয়টি দেখা হচ্ছে।