রাজ্যের আদালতগুলিতে ২৫ লক্ষ মামলা জমে রয়েছে

0
756

ডেটলাইন আসানসোলঃ নতুন জেলা হিসেবে পশ্চিম বর্ধমানের আত্মপ্রকাশ হলেও এতোদিন এখানে জেলা আদালত ছিল না। অবশেষে রবিবার আসানসোলে জেলা কোর্টের উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, হাইকোর্টের বিচারপতি সঞ্জীব ব্যানার্জি, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক,বর্ধমানের জেলা জজ কে ডি ভুটিয়া প্রমূখ। তবে আদালতের উদ্বোধন হলেও এখনও পর্যন্ত কোনও বিচারক নিয়োগ হয়নি। এ বিষয়ে প্রধান বিচারপতি জানান,আগামী দু’সপ্তাহের মধ্যে জেলা জজ নিয়োগ করার চেষ্টা চলছে। যতদিন না তা হচ্ছে ততদিন সপ্তাহে দু’দিন মঙ্গলবার ও শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা বিচারক কে ডি ভুটিয়া এই কোর্টের বিচারক হিসেবে অতিরিক্ত দায়িত্বভার পালন করবেন। সভায় বক্তব্য দিতে উঠে প্রধান বিচারপতি জানান,রাজ্যে মোট ১০১৩টি আদালত আছে। আরও ১৭৭৩টি আদালতের প্রয়োজন।

রাজ্যের বিভিন্ন আদালতে প্রায় ২৫ লাখ মামলা বিনা বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। এই কারনে বর্তমানে তিনজন বিচারকের দায়িত্ব একজন বিচারককে পালন করতে হচ্ছে। এই অবস্থায় আইনজীবী ও বিচারকদের একে অন্যের সহায়ক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, নতুন জেলা পশ্চিম বর্ধমানের সদর শহর আসানসোলের মুকুটে আরো একটি নতুন পালক সংযোজিত হল ৷

 

আসানসোল কোর্ট রাজ্যের মধ্যে অন্যতম বৃহত্তর কোর্ট ৷ এখান থেকেই আইনজীবি হিসাবে ভারতবর্ষের বুকে সুপ্রতিষ্ঠিত হয়েছেন মনোজ মুখোপাধ্যায় ৷ বর্তমান সরকার আইন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের জন্যে অ্যাডভোকেট ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তুলেছে ৷ পাশাপাশি আগামী ১২ তারিখে কলকাতার রাজার হাটে হাইকোর্টের নতুন ভবন তৈরী হতে চলেছে এবং জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরী হতে চলেছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here