শোক স্তব্ধ ফুটবল বিশ্ব,নেই মারাদোনা

0
885

ডেট লাইন স্পোর্টস ডেস্ক: ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলে তার অসাধারণ ফুটবল জাদুতে মুগ্ধ হয়ে ছিল সারা বিশ্বের ফুটবপ্রেমী। তারপরও আরও তিনটে বিশ্বকাপ খেলেছেন ফুটবলের এই রাজপুত্র। ফুটবলের রাজা পেলেও তার খেলায় মুগ্ধ হয়ে ছেন। সেই ডিয়াগো আর্মন্দ মারাদোনা আর নেই। বিশ্বের কোটি কোটি ফুটবপ্রেমীদের নয়নের মনি মারাদোনা আজ তার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। ফুটবলের রাজা পেলে বেঁচে আছেন কিন্তু ফুটবলের রাজপুত্র চলে গেলেন মাত্র ৬০ বছর বয়সে। তার অধিনায়কত্বে ই ১৯৮৬ সালে বিশ্বকাপ যেতে আর্জেন্টিনা। শুধু ফুটবল জগৎ না,বিশ্বের ক্রীড়া জগতের অনেক তারকার কাছেও মারাদোনা ছিলেন স্বপ্নের নায়ক। ফুটবলের রাজপুত্রের অকাল প্রয়াণে তারাও শোক স্তব্ধ। ফুটবল পাগল বাঙালির সৌভাগ্য যে কলকাতায় আসা ম্যারাডোনাকে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here