আলাপের মঞ্চে ইন্দ্রজালে মুগ্ধ দর্শকরা

0
1009

ডেটলাইন দুর্গাপুরঃ গণেশ পুজো উপলক্ষ্যে দুর্গাপুর  স্টেশন বাজারের আলাপ ক্লাবের সাংস্কৃতিক উৎসব এদিন অষ্টম দিনে পড়ল। এতোদিন ধরে নাচ-গান এবং নাটকের অনুষ্ঠান দর্শকদের আনন্দ দিয়েছে। সেই আনন্দের মাত্রা অনেকটাই বেড়ে গেল এদিনের জাদু খেলার অনুষ্ঠান দেখে। জাদু এমন এক খেলা যা, ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষকেই অপরিসীম আনন্দ দেয়। আলাপ ক্লাবের সৌজন্যে সেই  জাদু খেলা দেখালেন জাদুকর বি.সি.কর্মকার এবং তার সম্প্রদায়। এদিন তাঁর ইন্দ্রজাল প্রদর্শনী দেখতে আলাপের গণপতি উৎসব প্রাঙ্গনে প্রচুর দর্শকের সমাগম হয়। জাদুকর বি.সি.কর্মকারের বেশ কিছু খেলা মুগ্ধ করে দর্শকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here