ডেটলাইন দুর্গাপুরঃ অপেক্ষার অবসান। আজ থেকেই ধূমধাম করে শুরু হয়ে গেল দুর্গাপুর স্টেশন বাজার এলাকার ১৮ তম বর্ষের গণপতি উৎসব। এ দিন সন্ধেবেলা আলাপ ক্লাবের পরিচালনায় ১০ দিনব্যাপী গণপতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন একঝাঁক বিশিষ্ট অতিথি। দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, মেয়র পারিষদ রুমা পাড়িয়াল, ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী, অঙ্কিতা চৌধুরী, প্রিয়াঙ্কি পাঁজা, বিশিষ্ট লেখক গবেষক ডঃ ত্রিপুরারঞ্জন বসু প্রমুখ। গণপতি উৎসব উপলক্ষে চলবে ১০ দিন ধরে বিশেষ সাংস্কৃতিক মেলা। যেখানে প্রতিদিন বিশিষ্ট শিল্পীরা উপস্থিত থাকবেন।