পথ দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

0
777

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের ডিভিসি মোড়ে রাস্তা পারাপার হতে গিয়ে একটি চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতের প্রবীন আইনজীবী শেখর মুখোপাধ্যায়ের(৬০)। জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ পায়ে হেঁটেই তিনি ডিভিসি মোড়ের কাছে জাতীয় সড়ক পার হতে যাচ্ছিলেন তখনই তাকে ধাক্কা মারে চারচাকার একটি গাড়ি। এনটিএস থানার পুলিশ তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। বিগত প্রায় ২০ বছর ধরে তিনি দুর্গাপুর আদালতে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।  বীরভূমের সিউড়ির বাসিন্দা হলেও পেশার কারনে থাকতেন দুর্গাপুরের রবীন্দ্রপল্লীতে। তাঁর স্ত্রী বড়জোড়ায় একটি স্কুলে শিক্ষকতা করেন। তাঁর এক ছেলেও আছে। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবি মহলে। খবর পেয়ে একাধিক আইনজীবী হাসপাতালে ছুটে যান। প্রসঙ্গত আইন পেশার পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ ও গণতান্ত্রিক আইনজীবি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here