প্রয়াত অভিনেতা রমেন রায়চৌধুরী

0
954

ডেটলাইন কলকাতাঃ রবিবারই প্রয়াত হয়েছেন বাংলা সিনেমা জগতের কিম্বদন্তী কমেডি অভিনেতা চিন্ময় রায়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই ফের শোকাঘাত টলিউডে। এবার প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা রমেন রায় চৌধুরী। মঙ্গলবার নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর। কয়েক বছর আগেই তার স্ত্রীর মৃত্যুতে তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। সেই সঙ্গে দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। ক্যানসারের পাশাপাশি ছিল কিডনির সমস্যাও। তিনি রেখে গেলেন এক কন্যা ও এক পুত্রকে। সিনেমা জগতে একাধিক নামী চিত্র পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন রমেন রায় চৌধুরী।পাশাপাশি ছোট পর্দাতেও দীর্ঘদিন সুনামের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বহু নাটকেও অভিনয় করতেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে টলিউডের শিল্পী মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here