মোদির ব্রিগেড সভাতেই বিজেপিতে যোগ মিঠুনের

0
627

ডেটলাইন কলকাতাঃ গুঞ্জন থেকে জল্পনা অবশেষে বাস্তবায়ন। হ্যাঁ,রবিবাসরীয় ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেই বিজেপিতে যোগ দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সাদা ধুতি-পাঞ্জাবি পরিহিত বাঙালিবাবু ব্রিগেডের মঞ্চ থেকে হাত নাড়াতেই তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে ভরা ব্রিগেড। ভাষন দিতে উঠে এদিন নিজের জীবন সংগ্রাম নিয়েও কথা বলেন তিনি। মিঠুন বলেন, ‘আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আসছি, এমন একটা জায়গা থেকে যার দু’দিকটাই অন্ধ। আমি যেখানে থাকতাম, সেই জায়গার ঠিকানা লিখতে হতো— জোড়াবাগান থানার পিছনে। কিন্তু সে দিন স্বপ্ন দেখেছিলাম, আমি জীবনে কিছু করব। কিন্তু এই স্বপ্নটা দেখিনি যে, এই মঞ্চে, যেখানে দেশের বড়বড় নেতা রয়েছেন, যেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী আসছেন, সেখানে আমি উপস্থিত থাকব। এটা স্বপ্ন নয়তো কী?’ এরপর রাজনীতিতে প্রত্যাবর্তনের বিষয়ে বলেন, ‘‘আরও একটা স্বপ্ন আমি দেখেছিলাম যে, আমি গরীবদের জন্য কিছু করব। আজ মনে হচ্ছে, কোথাও যেন সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। এটা হবেই। কারণ স্বপ্ন শুধু দেখার জন্য নয়। তা সফল হওয়ার জন্যই আসে। কেউ যদি হৃদয় দিয়ে স্বপ্ন দেখে তবে তা সফল হবেই।’’ নিজেকে ‘গর্বিত বাঙালি’ হিসাবে তুলে ধরে তাঁর মন্তব্য, ‘‘বাংলায় যাঁরা থাকেন তাঁদের সকলকেই আমি বাঙালি বলে মনে করি।’’ মিঠুন এদিন তাঁর স্বভাবসিদ্ধ মেজাজেই তাঁর বিখ্যাত ডায়লগ বলেন, ‘মারব এখানে, লাশ পড়বে শশ্মানে।’ বক্তব্যের শেষে ‘দাদা’র অর্থাৎ মোদির উপর ভরসা রাখতে বললেন মহাগুরু। মানুষের প্রয়োজনে তিনি ছিলেন, তিনি থাকবেন বলেই ভরসা দিলেন মিঠুন। তাঁর বিজেপি যোগ নিয়ে বিরোধীরা কিছু বলার আগেই তিনি বলে দিলেন, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি একটা কোবরা, গোখরো আমি, এক ছোবলেই ছবি।’ বাংলার ভোটের মুখে মহাগুরুর এমন স্বাড়ম্বরে বিজেপিতে যোগদানের ফলে এবার প্রশ্ন উঠছে – তাহলে কি এরাজ্যের বিধানসভা ভোটে মিঠুনকে কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করতে পারে বিজেপি? তার জন্য অপেক্ষায় থাকতে হবে আরও কিছু দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here