ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন বলিউড অভিনেতা কাদের খান (৮১)। তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছেন কাদের খানের ছেলে সরফরাজ। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত কারণে ভুগছিলেন তিনি। গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ কানাডার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কানাডায় বেশ কয়েক বছর ধরে ছেলের সঙ্গে থাকতেন কাদের খান। সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছিল এই প্রবীণ অভিনেতার। তবে অস্ত্রোপচার সফল হলেও শারীরিক দুর্বলতার কারণে হাঁটাচলার ক্ষমতা একপ্রকার হারিয়ে ফেলেছিলেন তিনি। শারীরিক নানা সমস্যার কারণে প্রায় ১৭ সপ্তাহ আগে তাঁকে ভর্তি করা হয়েছিল ওই হাসপাতালে। সোমবার কোমায় চলে গিয়েছিলেন তিনি।
১৯৭৩ সালে যশ চোপড়া পরিচালিত রাজেশ খান্না অভিনীত ‘দাগ’ ছবিতে তাঁর বলিউডে আত্মপ্রকাশ। তারপর ৩০০–রও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘মেরি আওয়াজ শুনো’, ‘কালিয়া’, ‘সাত্তে পে সাত্তা’, ‘সনম তেরি কসম’, ‘হিম্মতওয়ালা’, ‘কুলি’, ‘খুন ভরি মাঙ্গ’, ‘ঘর হো তো অ্যায়সা’, ‘সাজন’, ‘বোল রাধা বোল’, ‘রাজা বাবু’, ‘ইয়ারানা’, ‘জুদাই’, ‘জুড়ওয়া’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘দিওয়ানা মস্তানা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’, ‘আন্টি নম্বর ওয়ান’, ‘লাকি’, ‘মুঝসে শাদি করোগি’র মতো একাধিক জনপ্রিয় ছবি। সেরা সংলাপ, সেরা কমেডিয়ানের জন্য বহুবার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। ২৫০টির বেশি ছবিতে সংলাপ লিখেছেন তিনি। ১৯৩৭ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্ম কাদের খানের। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছিলেন তিনি। ভারতে এসে বাইকুল্লার এমএইচ সাবু সিদ্দিক কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং–এর ছাত্রদের শিক্ষকতাও করেছিলেন। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।