ডেটলাইন দুর্গাপুর: কথায় আছে রাখে হরি তো মারে কে। ঠিক এরকমই এক ঘটনা দেখা গেল দুর্গাপুরের ডিএসপি মেন গেট এলাকায়। শনিবার সকালের দিকে এক ভদ্রমহিলা ওই এলাকায় জাতীয় সড়কের বাইপাশ রোডে হাঁটার সময় একটি ট্রাক তাকে প্রায় ধাক্কা মারতে যায়। আর একটু হলেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হতেন ওই মহিলা। কিন্তু সেখানে কর্তব্যরত সন্তু দাস নামে এক পুলিশ কনস্টেবল চিৎকার করে ওই মহিলাকে সতর্ক করে দিতেই মহিলাটি সঙ্গে সঙ্গে ছিটকে সরে যান বলে দুর্ঘটনা থেকে বেঁচে যান। এই ঘটনায় সেখানে উপস্থিত লোকজন ওই কনেস্টবল সন্তু দাসের তারিফ করেন। আর প্রাণে বেঁচে গিয়ে ওই ভদ্র মহিলাও সন্তুর কাছে এসে তাঁকে কৃতজ্ঞতা জানান। তার কর্তব্য পালন করার কাজে খুশি হয়ে সন্তুকে একটি ঘড়ি উপহার দেন মহিলা। কনেস্টবল সন্তু দাস জানায় সে তার কর্তব্য পালন করেছে। এটা তার ডিউটি। সন্তুর কাজে খুশি তার সহকর্মীরাও।