ডেটলাইন আসানসোলঃ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে বঙ্গ বিজেপি। আজ আসানসোলে তাদের বিজেপির বিশেষ বৈঠকের দ্বিতীয় দিনে ২৩ টি জেলার নেতাদের নিয়ে বৈঠক করলেন দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার বক্তব্যে জানান, আগামী দিনে রাজ্যে ৩ থেকে ৪ টি রথযাত্রা করা হবে। লোকসভা ও বিধানসভা কেন্দ্র গুলি ছুঁয়ে যাবে এই রথযাত্রা। প্রতিটি লোকসভা কেন্দ্রে একটি করে বড় সভা করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনের জন্যই লড়াই করবে বিজেপি। এদিনের বৈঠকে নতুন করে যোগ দেন রাজ্যস্তরের দুই নেতা নেত্রী রীতেশ তেওয়ারি ও মহিলা মোর্চার সভাপতি লকেট চট্টোপাধ্যায়।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














