ভোট টানতে ফের রথযাত্রায় বিজেপি

0
939

ডেটলাইন আসানসোলঃ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে বঙ্গ বিজেপি। আজ আসানসোলে তাদের বিজেপির বিশেষ বৈঠকের দ্বিতীয় দিনে ২৩ টি জেলার নেতাদের নিয়ে বৈঠক করলেন দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার বক্তব্যে জানান, আগামী দিনে রাজ্যে ৩ থেকে ৪ টি রথযাত্রা করা হবে। লোকসভা ও বিধানসভা কেন্দ্র গুলি ছুঁয়ে যাবে এই রথযাত্রা। প্রতিটি লোকসভা কেন্দ্রে একটি করে বড় সভা করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনের জন্যই লড়াই করবে বিজেপি। এদিনের বৈঠকে নতুন করে যোগ দেন রাজ্যস্তরের দুই নেতা নেত্রী রীতেশ তেওয়ারি ও মহিলা মোর্চার সভাপতি লকেট চট্টোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here