ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ এবার নিয়ে পঞ্চমবারের জন্য ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বাইচুঙ ভুটিয়ার পর দ্বিতীয় ভারতীয় ফুটবলার হিসেবে একশোটি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন বেঙ্গালুরু এফ সি-র অধিনায়ক সুনীল। চলতি মরশুমে দেশ এবং ক্লাবের হয়ে অসামান্য ফুটবল খেলার জন্য বর্ষসেরা হলেন তিনি। অন্যদিকে বর্ষসেরা মহিলা ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন কমলা দেবী। ভারতের উঠতি ফুটবলার হিসেবে বেছে নেওয়া হয়েছে অনিরুদ্ধ থাপাকে। তবে এই সেরার তালিকায় বাংলার কেউ নেই। এক নজরে এবারের সেরারা –
বর্ষসেরা ফুটবলার : সুনীল ছেত্রী
বর্ষসেরা মহিলা ফুটবলার : কমলা দেবী
বর্ষসেরা উঠতি মহিলা ফুটবলার : ই পান্থই
বর্ষসেরা ফুটবলার : অনিরুদ্ধ থাপা
সেরা গ্রাসরুট ডেভেলপমেন্ট প্রোগ্রাম : কেরালা ফুটবল সংস্থা
ভারতীয় ফুটবলে দীর্ঘকালীন অবদান : হিরো মোটোকপ
বর্ষসেরা সহকারী রেফারি : সুমন্ত দত্ত (আসাম)
বর্ষসেরা রেফারি : সি আর শ্রীকৃষ্ণ