আইএফএ-র উদ্যোগে ফুটবল কোচদের প্রশিক্ষণ

0
1003

ডেটলাইন বাঁকুড়াঃ বিশ্বকাপে ভারত না খেললেও বিশ্বকাপ নিয়ে এদেশে উন্মাদনা কম নয়। ব্রাজিল,আর্জেন্টিনাদের সমর্থন করার মধ্যেই আমরা দুধের স্বাদ ঘোলে মেটাই। কিন্তু আমরা কিভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করব তা নিয়ে কোন পরিকল্পনা নেই। যদিও বিগত কয়েক বছরে ভারতের ফুটবল মান কিছুটা হলেও উন্নত হয়েছে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা কিছুই নয়। এবারের বিশ্বকাপেই এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া ও জাপান দেখিয়ে দিয়েছে তারা কোথায় আর আমরা কোথায়। যাই হোক বিশ্বকাপের মরশুমেই আইএফএ তথা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন একটা ভালো উদ্যোগ নিয়েছে। সেটা হল ফুটবল কোচদের এবার বিশ্ব মানের কোচিংয়ের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে এই কোচেরা তাদের এলাকার ক্ষুদে খেলোয়াড়দের উন্নত মানের কোচিং দিতে পারেন। গ্রাস রুট লীডার কোর্স নামে তিন দিনের এই বিশেষ প্রশিক্ষন শিবির হয়ে গেল বাঁকুড়া স্টেডিয়ামে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ২৪ জন কোচ এই শিবিরে যোগ দেন। ওয়েস্টবেঙ্গল ডিষ্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ও বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাঁকুড়া স্টেডিয়ামে এই প্রশিক্ষণ শিবিরে কোচদের আধুনিক কৌশল এর পাঠ দেন জাতীয় দলের প্রাক্তন গোলকিপার  তনুময় বসু। তিনি বলেন কোচিংয়ের পুরানো ধ্যান ধারনা বদলে কোচদের আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, কৌশল, শেখাতেই আই এফ এর এই উদ্যোগ। তিনি আশা প্রকাশ করে বলেন,জেলায় জেলায় এইভাবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোচদের সংখ্যা বাড়লে তাতে ক্ষুদে খেলোয়াড়রাই লাভবান হবে এবং একদিন ভারতও নিশ্চয় বিশ্বকাপে যেতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here