ডেটলাইন দুর্গাপুরঃ ধর্মতলা চলো। প্রতি বছর ২১ জুলাই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কর্মীরা এই ডাক দেয় রাজ্য জুড়ে। ধর্মতলার সেই সভার জন্য এক মাস আগে থেকেই জেলা জেলায় শুরু হয় প্রস্তুতি। এবারও সেই উদ্যোগ চলছে তৃণমূলে। সারা রাজ্য জুড়েই সেই সভা সফল করে তোলার লক্ষ্যে তৃণমূলের নেতারা প্রস্তুতি সভা করে চলেছেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পক্ষ থেকেও ২১ শে জুলাইয়ের সভার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই উপলক্ষ্যে শুক্রবার সিটি সেন্টারের সৃজনীতে এক সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শহরের মেয়র দিলীপ অগস্তি,জেলা তৃণমূলের সভাপতি ভি শিবদাসন,কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী, প্রাক্তন মেয়র ও বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়,আইএনটিটিইউসির জেলা সভাপতি তথা বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,তৃণমূলের বিভিন্ন ব্লকের সভাপতি ও কাউন্সিলাররা। এই সভায় তৃণমূলের শীর্ষ নেতারা জানান,২১ জুলাই শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে আগামী ১৮ জুলাই ভিড়িঙ্গি থেকে প্রান্তিকা পর্যন্ত এক মহামিছিল বের করা হবে। সেখানে জেলার দলীয় পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসও উপস্থিত থাকবেন। জেলা তৃণমূলের সভাপতি ভি শিবদাসন জানান,সৃজনীর সভায় বিজেপি থেকে কয়েকজন তাদের দলে যোগ দিয়েছেন। এছাড়াও বিজেপির অনেক কর্মী তৃণমূলে আসার জন্য তাদের কাছে আবেদন করেছেন।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...