ডেটলাইন বাঁকুড়াঃ আজ এক অনুষ্ঠানে বাঁকুড়া কর্ম বিনিয়োগ কেন্দ্রে বেকারদের জন্য সরকারীভাবে পাট শিল্পে প্রশিক্ষণ শিবিরের সূচনা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি জানান,পাট শিল্প রূগ্ন এই ধারণা ভুল। আসলে এই শিল্পে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীর অভাব মেটাতেই শ্রমদপ্তর এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের স্টাইপেন্ডও দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন,প্রশিক্ষণ শেষে জুট মিলে কাজেরও ব্যবস্থা করা হবে। শ্রমমন্ত্রী এপ্রসঙ্গে আরও জানান,এই বিষয়ে জুট মিলগুলির সঙ্গে সরকারের কথাও হয়েছে। এর ফলে রাজ্যে পাট শিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা করে একদিকে রাজ্যে যেমন বেকার সমস্যার কিছুটা সমাধান করা যাবে তেমনই অন্যদিকে পাট শিল্পকেও আরও চাঙ্গা করে তোলা যাবে। রাজ্যের পাটশিল্পে দক্ষ শ্রমিকদের জোগান দিতে জেলায় জেলায় এই ধরনের কর্ম বিনিয়োগ কেন্দ্র চালু করা হচ্ছে।














