মহকুমা শাসক শঙ্খ সাঁতরাকে বিদায় সংবর্ধনা জানাল শহরের একটি স্কুল

0
1167

ডেটলাইন দুর্গাপুরঃ সরকারী চাকরীর নিয়ম অনুযায়ী কোন আধিকারিকই দীর্ঘদিন এক জায়গায় থাকতে পারেন না। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার ক্ষেত্রেও সেই নিয়ম ব্যতিক্রম হতে পারে না। তবু এক একজন আধিকারিক এমনই থাকেন যে তাঁর বদলির নির্দেশ এলে মন খারাপ হয়ে যায়। সেরকমই হলেন শঙ্খ সাঁতরা। দুর্গাপুরের মহকুমা শাসক হয়ে আসার পর বিগত দু আড়াই বছরের মধ্যেই তিনি দুর্গাপুরের আপনজন হয়ে উঠেছিলেন। শহরের নানা সমস্যা এবং যে কোন মানুষের সমস্যাতেই তিনি সর্বদা পাশে থেকেছেন। এমন একজন মানুষকে বিদায় জানাতে তাই মন সায় দেয় না। তবু বাস্তবকে মেনে নিতে হয়। বিভিন্ন সময়ে নানা কাজে মহকুমা শাসক শঙ্খ সাঁতরার কাছে এসেছেন এবং তাঁর সঙ্গে কথা বলেছেন দুর্গাপুরের নেপালীপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কলিমূল হক। নানা ক্ষেত্রেই মহকুমা শাসকও তাঁর স্কুলের পাশে থেকেছেন। তাই বিদায়বেলায় স্কুলের পক্ষ থেকে এক অনুষ্ঠানে বুধবার মহকুমা শাসককে সংবর্ধনা জানানো হল। ফুলের স্তবক ছাড়াও একটি মানপত্রও শঙ্খ সাঁতরার হাতে তুলে দেন কলিমূল হক। তাঁর সম্মানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন। আবেগঘন এই অনুষ্ঠানে  তিনি ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কলিমূল হক, পুরসভার মেয়র পরিষদ সদস্য অঙ্কিতা চৌধুরি, জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী প্রমূখ। জানা গেছে,কলকাতার রবীন্দ্র সদনের প্রশাসনিক কর্তা হিসেবে দু একদিনের মধ্যেই কাজে যোগ দিতে যাচ্ছেন শঙ্খবাবু। তাঁর স্থানে দুর্গাপুরের নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে আসছেন শ্রীকান্ত পাল্লি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here