ডেটলাইন দুর্গাপুরঃ দামোদরের ডিভিসি ফিডার ক্যানেলের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। মৃতের নাম স্বাধীন বাউরি(৩৪)। জানা গেছে,স্বাধীন রাতুড়িয়া অঙ্গদপুর শিল্পতালুকের একটি বেসরকারি কারখানার কর্মী। ঘটনা দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার অঙ্গদপুরের।
স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার সন্ধ্যের সময় অঙ্গদপুর জল পরিশোধন কেন্দ্রের পেছনের দিকে দামোদরের ফিডার ক্যানালে স্নান করতে নামে ঐ যুবক।কিন্তু কোন কারনে সে জলে তলিয়েযায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। স্বাধীনকে উদ্ধারের জন্য নিয়ে আসা হয় ডুবুরিও। স্থানিয়রাও উদ্ধার কাজে সাহায্য করেন। কিন্তু অন্ধকার ও ফিডার ক্যানেলে কচুরীপানা ভর্তি থাকার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। অবশেষে বাঁকুড়ার বড়জোড়া থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা এসে আজ সকালে মৃতদেহটিকে উদ্ধার করে।