ডেটলাইন দুর্গাপুরঃ আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাসের ঝাঁঝালো গন্ধ এবং লাল ধোঁয়ায় আতঙ্ক ছড়ায়। কারখানা চত্বর এবং পাশের মেইনগেট, কাদারোড, আমরাই, কাণ্ডেশ্বর, লিংকপার্ক, নইমনগর সহ বহু এলাকা লাল ধোঁয়া ও গ্যাসের গন্ধে ভরে যায়। জানা গেছে, বিওএফ বিভাগের অক্সিজেন প্ল্যান্ট দিয়ে ইস্পাত তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়। সেখানে চিমনিতে স্ক্রাবার লাগানো থাকে। আজ সেই স্ক্রাবার পরিষ্কার করতে গিয়ে ১ নম্বর কনভার্টারে কিছু সমস্যা দেখা দেয়। সেই কারণে চিমনি দিয়ে প্রচুর পরিমাণে ডাস্ট মিশ্রিত লাল ধোঁয়া বেরোতে থাকে। এছাড়া ডাস্ট পার্টিকল বসানোর ক্ষেত্রেও কিছু ত্রুটি দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারখানা লাগোয়া এলাকার বাসিন্দারা এই ধোঁয়া ও গ্যাসের গন্ধ অনুভব করতে থাকেন। যদিও ডিএসপির জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঙ্গে সঙ্গে শাট-ডাউন করা হয়েছে। ভয়ের কিছু নেই।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...