শিল্পাঞ্চলে বিষাক্ত গ্যাসে আতঙ্ক

0
1039

ডেটলাইন দুর্গাপুরঃ আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাসের ঝাঁঝালো গন্ধ এবং লাল ধোঁয়ায় আতঙ্ক ছড়ায়। কারখানা চত্বর এবং পাশের মেইনগেট, কাদারোড, আমরাই, কাণ্ডেশ্বর, লিংকপার্ক, নইমনগর সহ বহু এলাকা লাল ধোঁয়া ও গ্যাসের গন্ধে ভরে যায়। জানা গেছে, বিওএফ বিভাগের অক্সিজেন প্ল্যান্ট দিয়ে ইস্পাত তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়। সেখানে চিমনিতে স্ক্রাবার লাগানো থাকে। আজ সেই স্ক্রাবার পরিষ্কার করতে গিয়ে ১ নম্বর কনভার্টারে কিছু সমস্যা দেখা দেয়। সেই কারণে চিমনি দিয়ে প্রচুর পরিমাণে ডাস্ট মিশ্রিত লাল ধোঁয়া বেরোতে থাকে। এছাড়া ডাস্ট পার্টিকল বসানোর ক্ষেত্রেও কিছু ত্রুটি দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারখানা লাগোয়া এলাকার বাসিন্দারা এই ধোঁয়া ও গ্যাসের গন্ধ অনুভব করতে থাকেন। যদিও ডিএসপির জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঙ্গে সঙ্গে শাট-ডাউন করা হয়েছে। ভয়ের কিছু নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here