ডেটলাইন বুদবুদ: বুদবুদে ২নং জাতীয় সড়কের ওপর বাসের পিছনে ট্রেলারের ধাক্কা,কোটা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন কমপক্ষে ৩০জন বাসযাত্রী। আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
আজ বিকেলের চারটে নাগাদ বর্ধমান থেকে যাত্রী বোঝাই একটি বাস চিত্তরঞ্জন যাচ্ছিল। বুদবুদের কোটা মোড়ে বাসটি যাত্রী নামানোর জন্য যখন দাঁড়ায় সেই সময় পেছন থেকে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে পালটি খেয়ে বাস পড়ে যায় নয়ানজুলিতে। দুর্ঘটনার পরেই সাথে সাথে উদ্ধারের কাজে হাত লাগায় পানাগড় সেনাছাউনির জওয়ানরা ও স্থানীয়রা। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ আসে। সকলের মিলিত প্রচেষ্টায় বেশ কিছু সময় পড়ে সকলকে উদ্ধার করা সম্ভব হয়। বাসযাত্রীদের মধ্যে ৫জনের অবস্থা গুরুতর। এই ৫জনকে হাসপাতালে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রায় দু ঘণ্টা পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।