ডায়রিয়ার প্রকোপ,অসুস্থ ২০

0
853

ডেটলাইন বর্ধমানঃ ডায়রিয়ার প্রকোপ শহর বর্ধমানের ৭ নম্বর ওয়ার্ডের গুডশেড রোড আমপাড়া এলাকায়। গত ২৪ ঘণ্টায় এই এলাকায় প্রায় ২০ জন বমি ও পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছে। বেশ কয়েকজন অসুস্থ হয়ে বাড়িতে শয্যাসায়ী। এলাকার বাসিন্দারা জানায় গত ২দিনে প্রায় ১৫ জন বমি সহ পেটের গন্ডগোল নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে।

গত ১০দিন আগে ওই এলাকার সাধুমতি স্কুলের মোড়ে পৌরসভার নতুন ড্রেন নির্মানের সময় জলের পাইপ ফেটে যায়। তখন এলাকায় জল সরবরাহ বন্ধ ছিল। পুরসভা থেকে জলের গাড়ি পাঠানো হয়েছিল। দিন তিনেক আগে ফের জল সরবরাহ শুরু হয়। এলাকাবাসীদের অভিযোগ, এখনও কলে ঘোলা জল আসছে। বাধ্য হয়েই ওই জল খেতে হচ্ছে। ওই জলের কারণেই এই ঘটনা বলে এলাকাবাসীদের দাবী। যদিও, জলের কারণেই এই ঘটনা মানতে চায়নি পুরসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here