দুর্গাপুর ব্যারেজে নতুন লকগেট লাগানোর কাজ শুরু

0
1097

ডেটলাইন দুর্গাপুরঃ দীর্ঘ সাত মাস পর অবশেষে দুর্গাপুর ব্যারেজের বিপর্যস্ত ১ নম্বর লকগেটটি তুলে নতুন লকগেট বসানোর কাজ শুরু হল। বৃহস্পতিবার থেকে পুরোনো লকগেট কাটিংয়ের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৪ নভেম্বর দামোদর নদের ওপর দুর্গাপুর ব্যারেজের ১ নং লকগেট ভেঙে বিপর্যয় দেখা দেয়। লকগেট দুমড়ে মুচড়ে চ্যানেলে আটকে পড়ে। প্রায় দেড় ফুট ওপরে আটকে পড়ায় হু হু করে ব্যারেজের জল বেরোনো শুরু করে। শেষপর্যন্তু ব্যারেজ জলশূন্য হয়ে পরে। এই বিরল দৃশ্য আগে কখনও দেখা যায়নি। দুর্গাপুর জুড়ে পানীয় জলের সংকট দেখা দেয়। পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কারে করে বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা হয়। টানা তিন দিন ঐ পরিস্থিতি চলার পর অবস্থা স্বাভাবিক হয়। যুদ্ধকালিন তৎপরতায় লকগেট মেরামতের কাজ শুরু হয়। বসানো হয় আপতকালীন ফ্লোটিং গেট। এরপর কেটে গেছে প্রায় সাত মাস। সামনেই বর্ষা। তাই বিপদের সম্ভাবনা এড়াতে অবশেষে নতুন লকগেট বসানোর উদ্যোগ নেওয়া শুরু হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here