ডেটলাইন দুর্গাপুরঃ দীর্ঘ সাত মাস পর অবশেষে দুর্গাপুর ব্যারেজের বিপর্যস্ত ১ নম্বর লকগেটটি তুলে নতুন লকগেট বসানোর কাজ শুরু হল। বৃহস্পতিবার থেকে পুরোনো লকগেট কাটিংয়ের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৪ নভেম্বর দামোদর নদের ওপর দুর্গাপুর ব্যারেজের ১ নং লকগেট ভেঙে বিপর্যয় দেখা দেয়। লকগেট দুমড়ে মুচড়ে চ্যানেলে আটকে পড়ে। প্রায় দেড় ফুট ওপরে আটকে পড়ায় হু হু করে ব্যারেজের জল বেরোনো শুরু করে। শেষপর্যন্তু ব্যারেজ জলশূন্য হয়ে পরে। এই বিরল দৃশ্য আগে কখনও দেখা যায়নি। দুর্গাপুর জুড়ে পানীয় জলের সংকট দেখা দেয়। পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কারে করে বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা হয়। টানা তিন দিন ঐ পরিস্থিতি চলার পর অবস্থা স্বাভাবিক হয়। যুদ্ধকালিন তৎপরতায় লকগেট মেরামতের কাজ শুরু হয়। বসানো হয় আপতকালীন ফ্লোটিং গেট। এরপর কেটে গেছে প্রায় সাত মাস। সামনেই বর্ষা। তাই বিপদের সম্ভাবনা এড়াতে অবশেষে নতুন লকগেট বসানোর উদ্যোগ নেওয়া শুরু হল।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...