বারবার ইভিএম বিভ্রাটের মধ্যেই শেষ হল মহেশতলা কেন্দ্রের উপনির্বাচন

0
981

ডেটলাইন কলকাতাঃ একাধিক বুথে বারবার ইভিএম বিভ্রাট এবং কয়েক জায়গায় সামান্য কিছু উত্তেজনার ঘটনা ছাড়া মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নির্বিঘ্নেই শেষ হল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজিজ আফতাবেরও দাবি  ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। মোট ২৮৩টি বুথে সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ২৩ ফেব্রুয়ারি এই বিধানসভার বিধায়ক কস্তুরি দাসের মৃত্যু হয়। সেই কারণেই আজ এই উপনির্বাচন। এখানে তৃণমূলের প্রার্থী করা হয়েছে প্রয়াত বিধায়কের স্বামী তথা স্থানীয় পৌরপ্রধান দুলাল দাসকেবিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস সুজিত ঘোষ। সিপিএমের প্রার্থী প্রভাত চৌধুরি।  বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি। উল্লেখ্য,এদিন পশ্চিমবঙ্গের মহেশতলা সহ অন্য কয়েকটি রাজ্যের ১০টি বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন হয় এবং একইসঙ্গে দেশের চারটি লোকসভা কেন্দ্রেও ভোট নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here