পেট্রোল ডিজেলের মুল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে তৃণমূলের মিছিল

0
982

ডেটলাইন দুর্গাপুরঃ পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে বেনাচিতির ভিড়িঙ্গী থেকে প্রান্তিকা পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়,দুর্গাপুর ব্লক ২ এর সভাপতি বিপ্লব বিশ্বাস,মেয়র পরিষদ সদস্য রাখী তেওয়ারী,ধর্মেন্দ্র যাদবসহ তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা।   এই দিন একি ইসুতে দুর্গাপুরে গ্যামনব্রিজ থেকে সুকান্তপল্লি পযর্ন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে অংশ নেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়,ও তৃণমূল নেতা ভিমসেন মণ্ডল এবং এলাকার  তৃণমূল কাউন্সিলাররা। প্রতিদিন যে হারে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারন মানুষের সমস্যা ক্রমশই বেড়ে চলেছে। এর জন্য কেন্দ্রের বিজেপি সরকারকেই দায়ী করে তীব্র প্রতিবাদ জানান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি জানান,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নরেন্দ্র মোদি সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম না কমালে তাদের এই আন্দোলন আরও তীব্র হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here