বিশ্বকাপ ফুটবলের জন্য দল ঘোষণা মেসির আর্জেন্টিনার

0
1092

ডেটলাইন স্পোর্টস ডেক্সঃ রাশিয়া বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মূলপর্বে যোগ্যতা অর্জনকারী দেশগুলি এই মূহুর্তে চূড়ান্ত দল গঠনে ব্যস্ত। এর মধ্যেই অনেক দেশ তাদের ঢূড়ান্ত দল ঘোষণাও করে দিয়েছে। এবার মেসির দেশ আর্জেন্টিনাও বিশ্বকাপের জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করে দিল। তবে আশ্চর্যজনকভাবেই এই দলে জায়গা হল না সিরি-এ লিগে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা মউরো আইকার্ডির৷ ২৩ জনের দলে ইন্টার মিলানের এই দুরন্ত ফর্মে থাকা স্ট্রাইকারকে রাখেননি আর্জেন্টিনার কোচ জর্জি স্যামপাওলি৷ তবে মেসির দলে রয়েছেন জুভেন্তাসের পাওলো ডাইবালাকে। ফরোয়ার্ড লাইনে লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন এবং সের্জিও আগুয়েরোর সঙ্গে খেলবেন ডাইবালাকেও। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ডি-তে। তাদের সঙ্গে এই গ্রুপে রয়েছে কোস্টারিকা, আয়ারল্যান্ড এবং নাইজেরিয়া।

বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত দল – গোলকিপার: সের্জিও রমেরো, উইলি কাবালেরো, ফ্রাঙ্কো আরমানি৷ ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাডো, ক্রিশ্চিনা অ্যানসালদি, নিকোলাস ওতামেনদি, ফেডেরিকো ফাজিও, মার্কোস রোজা, নিকোলাস ত্যাগলিফিকো, মার্কোস অ্যাকুয়েনা, এডুয়ার্দো স্যালভিও৷ মিডফিল্ডার: জাভিয়ের ম্যাসেচেরানো, লুকাস বিগলিয়া, এভার ব্যানেগা, গিওভানি সেলসো, ম্যানুয়েল ল্যানজিনি, ডি’ মারিয়া, ম্যাক্সি মেজা৷ ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো ডাইবালা, সের্জিও অ্যাগুয়েরো, গঞ্জালো হিগুয়েন ও ক্রিশ্চিয়ানো প্যাভন৷ কোচঃ জর্জি স্যামপাওলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here