ডেটলাইন দুর্গাপুরঃ সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহের কাছে মিনিবাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় মিনিবাসের ও পিকআপ ভ্যানের চালকসহ কয়েকজন যাত্রী কমবেশী আহত হয়েছেন। তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। স্থানীয়রা জানান,মিনিবাসটি দুর্গাপুর স্টেশন থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডের দিকে আসছিল। ঠিক তখনই পিকআপ ভ্যানটি উল্টোদিক থেকে এসে সরাসরি মিনিবাসের সামনে ধাক্কা মারে। উল্লেখ্য,দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় চার্চের সামনের বড় রাস্তায় সংস্কারের কাজ চলছে । সে কারণে ঘুরপথে সব মিনিবাস সৃজনী প্রেক্ষাগৃহের সামনে দিয়ে সিটি সেন্টার স্ট্যান্ডে ঢুকছে। আজও দুর্গাপুর-বেনাচিতি রুটের মিনিবাসটি ঐ পথেই বাসস্ট্যান্ডে আসার পথে দুর্ঘটনায় পড়ে। মেরামতির কাজ চলায় রাস্তাটি সংকীর্ণ হয়ে যাওয়ায় প্রতি মূহুর্তেই এখানে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এদিন সেটাই ঘটে গেল। স্থানীয়রা জানান, এখানে অবিলম্বে ট্র্যাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা দরকার।














